পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তখতে ভাসল অফিস, কর্মীদের সঙ্গে ওয়ারড্রোব শেয়ার অমিতাভের - amitabh bachchan office janak flooded

জুহুতে তাঁর অফিস জনক ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে জলমগ্ন হয়ে পড়ে ৷ ব্লগে এ কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন ৷ কর্মীদের নিজের আলমারি থেকে জামাকাপড়ও পরতে দেন তিনি ৷

bid-b-shares-wardrobe-with-staff-as-his-office-flooded-after-cyclone-tauktae
তখতে ভাসল অমিতাভের অফিস, ওয়ারড্রোব শেয়ার কর্মীদের সঙ্গে

By

Published : May 18, 2021, 2:59 PM IST

Updated : May 18, 2021, 7:23 PM IST

হায়দরাবাদ, 18 মে:ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে বিধ্বস্ত মুম্বইয়ে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের অফিস ৷ প্রবল বর্ষণে তছনছ হয়ে যাওয়া অফিস 'জনক'কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের কুর্নিশ করেছেন বিগ বি ৷

সোমবার রাতে ব্লগে অমিতাভ তাঁর জুহুর অফিসের এই অবস্থার কথা শেয়ার করেন ৷ তিনি লেখেন, "ঘূর্ণিঝড়ের সময়ে একটা অদ্ভুত নীরবতা ছিল...জনক অফিস ভেসে যায়, প্রবল বৃষ্টি রুখতে যে প্লাস্টিকের কভার দেওয়া হয়েছিল, তা ছিঁড়ে যায় ৷ শেড ও কয়েকজন কর্মীদের আশ্রয়স্থল উড়ে যায় ৷"

প্রকৃতির রোষ যুঝে যে কর্মীরা বৃষ্টিতে ভিজে কাজ করেছেন, তাঁদের নিজের ওয়ারড্রোব খুলে জামাকাপড় বের করে দেন বলিউডের শাহেনশা ৷ কর্মীদের প্রশংসা করে তিনি ব্লগে লিখেছেন, "এই অবস্থায় কর্মীরা অবাক করে দিয়েছেন ৷ ওঁদের ইউনিফর্ম ভিজে গেলেও তাই নিয়েই কাজ করছিলেন...সঙ্গে সঙ্গে আমার নিজের আলমারি থেকে তাঁদের জামাকাপড় বের করে দিই ৷"

আরও পড়ুন: গুজরাতে মৃত 3, পড়ল 40000 গাছ ; ক্রমে দুর্বল হচ্ছে তখতে

মুম্বইতে 25 আসন বিশিষ্ট ও অক্সিজেন পরিষেবা-সহ একটি কোভিড কেয়ার সেন্টারও খুলেছেন অমিতাভ ৷

Last Updated : May 18, 2021, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details