হায়দরাবাদ, 18 মে:ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে বিধ্বস্ত মুম্বইয়ে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের অফিস ৷ প্রবল বর্ষণে তছনছ হয়ে যাওয়া অফিস 'জনক'কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের কুর্নিশ করেছেন বিগ বি ৷
সোমবার রাতে ব্লগে অমিতাভ তাঁর জুহুর অফিসের এই অবস্থার কথা শেয়ার করেন ৷ তিনি লেখেন, "ঘূর্ণিঝড়ের সময়ে একটা অদ্ভুত নীরবতা ছিল...জনক অফিস ভেসে যায়, প্রবল বৃষ্টি রুখতে যে প্লাস্টিকের কভার দেওয়া হয়েছিল, তা ছিঁড়ে যায় ৷ শেড ও কয়েকজন কর্মীদের আশ্রয়স্থল উড়ে যায় ৷"