কলকাতা : বলিউডে নেপোটিজ়ম বিতর্ক নতুন কিছু নয় । এর আগেও এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেককেই । তবে শুধু নেপোটিজ়মই নয়, জাত-ধর্ম ও বহিরাগত প্রসঙ্গ তুলেও বিতর্ক হয়েছে । ওই তুলনায় টালিগঞ্জে তেমন অশান্তি লক্ষ্য করা যায়নি । বিভিন্ন ক্ষেত্রেই সংযত থেকেছে এই ইন্ডাস্ট্রি । যদিও সম্প্রতি সেই ছায়া এসে পড়েছে এখানেও । সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এল ভরত কল ও রাই সেনগুপ্তর ব্যক্তিগত দ্বন্দ্ব । এমনকী, সেখানেই উঠে আসে 'কাশ্মীরি পণ্ডিত'-এর মতো ইশুও । কিন্তু, হঠাৎ কী নিয়ে শুরু হল বিতর্কটা ? কেন একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন তাঁরা ? তা জানতেই ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল ভরত কলের সঙ্গে ।
উজ্জ্বল সেনগুপ্তর পরিবারকে বহুবছর ধরেই চেনেন ভরত কল । দুই পরিবারের মধ্যে সম্পর্ক সেই 1996 সাল থেকে । রাই ও যিশুর বাবা হলেন উজ্জ্বল । রাইয়ের অভিযোগ সম্পর্কে ভরত বলেন, "আমাকে কাশ্মীরি পণ্ডিত বলে কটাক্ষ করেছে, তাতে আমি কিছু বলতে চাই না । গর্বিত যে আমি একজন কাশ্মীরি পণ্ডিত । সেটা হয়তো আবেগের বসে বলেছে রাই । কিন্তু 'ছাড়ব না'। এই কথাটা তো একটা হুমকি । রাই আমার বোনের মতো । সোশাল মিডিয়ায় এই কথাগুলো না লিখে, আমাকে তো একটা ফোন করতে পারত । ওকে তো আমি আজ থেকে চিনি না । আমাদের জীবনটাই এখন ফেসবুক হয়ে গিয়েছে । ছোটো থেকে বড়, সবকিছুই এখন মানুষ ফেসবুকে লেখে । আমার মনে হয় আমরা মানসিকভাবে সুস্থ নই । অল্প কথাতেই আমরা রেগে যাচ্ছি । এই যে চার মাস, পাঁচ মাস ধরে সব বন্ধ হয়ে পড়ে আছে, তার উপর ছড়াচ্ছে এত নেগেটিভিটি । এটা খুব প্রভাব ফেলছে আমাদের সমাজে । এই যে এতগুলো বছর পরে আমাকে 'ছাড়ব না' কথাটা বলেছে, সেটাই হল আসল বিষয় ।"