পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারত এবং জাপানের যৌথ সুর শোনা যাবে 'ওকিয়াগাড়ি'-তে - ওকিয়াগাড়ি

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর ও দেবলীনা কুমারকে । একজন উকিলের চরিত্রে অভিনয় করবেন মীর । আর দেবলীনা মায়ের চরিত্রে অভিনয় করবেন ।

dg
dg

By

Published : Jan 3, 2020, 3:08 PM IST

কলকাতা : 'ওকিয়াগাড়ি' জাপানের একটি বিশেষ পুতুল । পুতুলটিকে আঘাত করলেও তা নিজেই উঠে পড়ে । সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে ছবিটি । সবথেকে বড় বিষয় হল এই শর্ট ফিল্মে সুর দেবেন এক জাপানি সংগীত পরিচালক ।

কয়েক মাস আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । ইতিমধ্যে শেষ শুটিংয়ের কাজ । আর এবার শুরু হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজ । ইতিমধ্যেই এই শর্ট ফিল্মে সুর দিতে জাপান থেকে কলকাতায় এসেছেন জাপানি সংগীত পরিচালক ওকুনো । রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে সুর দেবেন তিনি । ওকুনো যে বাদ্যযন্ত্রটি বাজাবেন তার নাম কোটো ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর ও দেবলীনা কুমারকে । একজন উকিলের চরিত্রে অভিনয় করবেন মীর । আর দেবলীনা মায়ের চরিত্রে অভিনয় করবেন ।

শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক প্রসঙ্গে রূপম বলেন,"আমার দীর্ঘদিনের বন্ধু শমীক রায়চৌধুরির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি । তার কথাতেই এই শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজে হাত দিয়েছি । ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং । একদিন বাংলার সঙ্গে জাপানের অদ্ভুতভাবে যোগাযোগ তৈরি হয় । শমীকের ইচ্ছে ছিল মিউজ়িকের বা ছবির অন্য দৃশ্যে যা কাজ হবে তার সঙ্গে জাপানের যেন একটা সাদৃশ্য থাকে ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details