বেহালা, 10 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বিজেপির প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের । বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত এলআইসি মোড়ের গুড শেফার স্কুলে নির্দল প্রার্থীর বুথ এজেন্ট দিব্যেন্দু সামন্ত এদিন বুথে গিয়ে দেখেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বুথের ভিতর ঢুকে ভোটারদের বের করে আনছে ৷ সেই সময় দিব্যেন্দুবাবু ওই জওয়ানকে বুথে ঢুকতে বারণ করলে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে ৷ এরপরই বচসা বাধে দু’জনের মধ্যে ৷ ঘটনাস্থলে শ্রাবন্তী উপস্থিত হলে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের সঙ্গে বচসা বাধে তাঁর ৷ শ্রাবন্তীর অভিযোগ, বিভিন্ন জায়গায় মতুয়ারা ভোট দিতে পারছেন না ৷
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের - কেন্দ্রীয় বাহিনী
নির্দল প্রার্থীর বুথ এজেন্টের সঙ্গে ঝামেলা শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ৷ ঘটনাস্থলে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এলে তাঁর সঙ্গেও বচসা বাধে ৷
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
যদিও কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷