কলকাতা : পুজোয় মুক্তির জন্য প্রস্তুত অনেক বাংলা ছবি । সে তালিকায় নাম লিখিয়েছে অভিনেতা দেবের 'পাসওয়ার্ড'-ও । গতকাল মুক্তি পেল ছবির টিজ়ার ।
প্রতিবারের মতো এবারও অভিনব কায়দায় ছবির প্রোমোশন করছেন দেব । তার ঝলক রইল ছবির টিজ়ারেও । দেখা গেল ছবির চরিত্রগুলি দর্শকদের সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করছে । ইন্টারনেট পরিষেবার কারণে সব কিছু হাতের মুঠোয় থাকলেও ঠিক কতটা সুরক্ষিত এই পরিষেবা ?