পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'পাসওয়ার্ড'-র টিজ়ার - dev

সামনে এল দেব অভিনীত 'পাসওয়ার্ড'-র টিজ়ার । অভিনব কায়দায় ছবির অভিনেতা-অভিনেত্রীরা সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করলেন দর্শকদের ।

পাসওয়ার্ড

By

Published : Aug 16, 2019, 12:37 PM IST

কলকাতা : পুজোয় মুক্তির জন্য প্রস্তুত অনেক বাংলা ছবি । সে তালিকায় নাম লিখিয়েছে অভিনেতা দেবের 'পাসওয়ার্ড'-ও । গতকাল মুক্তি পেল ছবির টিজ়ার ।

প্রতিবারের মতো এবারও অভিনব কায়দায় ছবির প্রোমোশন করছেন দেব । তার ঝলক রইল ছবির টিজ়ারেও । দেখা গেল ছবির চরিত্রগুলি দর্শকদের সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করছে । ইন্টারনেট পরিষেবার কারণে সব কিছু হাতের মুঠোয় থাকলেও ঠিক কতটা সুরক্ষিত এই পরিষেবা ?

ফোন বা ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে ATM মেশিনের পাসওয়ার্ড, সপ্তাহের ৭দিন ২৪ঘণ্টা কেউ না কেউ নজর রাখছে আমাদের উপর, আমাদের ব্যক্তিগত জীবনের উপর ।

টিজ়ারে দেব, পরমব্রত, রুক্মিণী, পাওলি ও আদৃত কিছু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন দর্শকের উদ্দেশ্যে । দেখে নিন টিজ়ারটি...

ABOUT THE AUTHOR

...view details