কলকাতা : 'কেশব' ধারাবাহিকে প্রসেনজিৎ নাম ভূমিকাতেই অভিনয় করবেন, অর্থাৎ তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি রূপেই অভিনয় করবেন। ছোট্ট কেশবকে এক বিপদের হাত থেকে রক্ষা করবেন। সেই মহাপর্বের শুটিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।
এবার বাংলা ধারাবাহিকে প্রসেনজিৎ! - বাংলা ধারাবাহিক কেশব
টলিউডের ব্যস্ততম অভিনেতা তিনি। তিনি প্রসেনজিৎ চ্য়াটার্জি, তিনিই ইন্ডাস্ট্রি। নতুন ধরনের কাজে, নতুন মানুষের কাজে বরাবর উৎসাহ দিয়ে এসেছেন প্রসেনজিৎ। সেরকমভাবেই 'কেশব' ধারাবাহিকের একটি বিশেষ এপিসোডে সময় দিলেন অভিনেতা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ বললেন, "অনেকদিন পর আবার অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করলাম। সেই পুরোনো দিনের ফাইটারদের সঙ্গে দেখা হল। অনেকেই প্রশ্ন করেন যে আবার কবে আমায় কমার্শিয়াল ছবিতে দেখা যাবে। আমি নিজে অন্যধারার ছবিতে অভিনয় করি ঠিকই, তবে কমার্শিয়াল ছবিকে আমি শ্রদ্ধা করি।"
ক্যামেরার সামনে কথা বলল ধারাবাহিকের কেশবও। দেখে নিন...