পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তির আগেই ফাঁস হয়ে গেল 'অ্যাভেঞ্জারস এন্ডগেম' - full movie leaked

মুক্তির দু'দিন আগে অনলাইনে ফাঁস হয়ে গেল 'অ্যাভেঞ্জারস এন্ডগেম'। চিনে প্রদর্শনী হওয়ার সময়েই এই ছবিটি লিক হয় বলে খবর।

অ্যাভেঞ্জারস এন্ডগেম

By

Published : Apr 25, 2019, 5:14 PM IST

মুম্বই : থানসকে আদৌ অ্যাভেঞ্জারসরা হারাতে পারে কি ? একবছর ধরে সেই প্রশ্নের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যে ছবিটি কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। আগামীকাল ভারতে মুক্তি পাওয়ার কথা। কিন্তু, তার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবিটি।

মার্ভেলের অন্যতম সিরিজ় অ্যাভেঞ্জারস। এই সিরিজ়ের শেষ পার্ট হিসেবে মুক্তি পাচ্ছে এন্ডগেম। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান, ক্রিস হেমসওর্থ, মার্ক রুফালো, পল রুড সহ আরও অনেক হলিউড তারকাকে দেখা যাবে এই ছবিতে।

গতবছর মুক্তি পেয়েছিল 'অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার'। সেই ছবির শেষভাগ এই ছবি। ইতিমধ্যে ছবিটি ১০ লাখ আগাম টিকিট বুক হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাহুবলী টুয়ের প্রথমদিনের রেকর্ডকে ভাঙতে চলেছে এই ছবিটি। তবে, অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় ছবির ব্যবসায় কিছুটা হলেও ক্ষতি হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details