পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার, উত্তেজিত অর্জুন - Arjun is excited to share screen with jis father Sabyasachi Chakrabarty

'অভিযাত্রিক- দা ওয়ান্ডারলাস্ট অফ অপু'-তে প্রথমবার বাবা সব্য়সাচীর সঙ্গে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী । বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে যথেষ্ট উত্তেজিত অর্জুন ।

সব্য়সাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী

By

Published : Sep 10, 2019, 12:57 PM IST

কলকাতা : বাবা সব্য়সাচী চক্রবর্তীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন অর্জুন চক্রবর্তী । 'অভিযাত্রিক- দা ওয়ান্ডারলাস্ট অফ অপু'-তে একসঙ্গে কাজ করছেন তাঁরা । আর তা নিয়েই বেশ উত্তেজিত অর্জুন ।

অর্জুন বলেন, "আমি অপুর চরিত্রে অভিনয় করছি । বাবা ছবিতে অপুর একজন বন্ধু যার সঙ্গে বেনারসে আলাপ হয় । আমাদের একসঙ্গে অনেকগুলো শট রয়েছে । বাবার সঙ্গে প্রথমবার কোনও ছবিতে কাজ করা নিয়ে আমি উত্তেজিত ।"

বাবা সব্যসাচী চক্রবর্তীকে গতকাল খুব মিস করেছেন অর্জুন চক্রবর্তী । কারণ গতকাল বাবার জন্মদিন ছিল বলে জানালেন অর্জুন চক্রবর্তী । বলেন, "বাবা বাংলাদেশে একটি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন । তাই এবার একসঙ্গে কেক কাটা হল না । ধুমধাম করে জন্মদিন পালন বাবা একদমই পছন্দ করেন না । কিন্তু প্রতি বছর আমরা এক জায়গায় হয়ে তাঁকে দিয়ে কেক কাটাই । তিনি ফিরলেই আমরা এটা করব ।"

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিরিয়ড ছবি 'অভিযাত্রিক' । অর্জুন বলেন, "সৌমিত্র চট্টোপাধ্যায় আগে অপুর চরিত্রে অভিনয় করেছেন । এখন আমি সেই চরিত্রে অভিনয় করছি, তাই নার্ভাস কিনা সবাই জানতে চাইছে । কিন্তু এই ছবিটা অপরাজিতর রিমেক নয় । এই ছবিতে অপু ও কাজলের সম্পর্ককে তুলে ধরা হবে । পরিচালক শুভ্রজিৎ মিত্র যেভাবে ছবিটার পরিকল্পনা করেছেন, তা আমার খুব ভালো লেগেছে । কাজলের চরিত্রে অভিনয় করছে আয়ুষ্মান খুবই মিষ্টি । আমি নিশ্চিত আমরা দু'জন খুব মজা করব ।"

ABOUT THE AUTHOR

...view details