কলকাতা : পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ বরাবরই দারুণ সব রোম্যান্টিক-কমেডি ছবি উপহার দিয়ে এসেছেন দর্শককে। 'তিন ইয়ারি কথা' বা 'ক্রস কানেকশন'-এর মতো ছবিতে হাসির মোড়কে তাঁরা অনেক সেনসিটিভ কথা বলেছেন আমাদের। এবার তাঁদের নতুন ভেঞ্চারের নাম 'জামাই এল ঘরে'।
জামাইয়ের উপদ্রবে অস্থির সব্যসাচী? - bengali film
সব্যসাচী ওরফে দিব্যকান্তি ঠিক করে যে, মেয়ের বিয়ে দিয়ে বাকি জীবনটা আরাম করে কাটাবেন। তবে তার ইচ্ছায় জল ঢেলে বাড়িতে থাকতে আসে দিব্যকান্তির জামাই সমদর্শী ওরফে পলাশ। এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে এরকমই একটা বিষয় নিয়ে আসছে নতুন ছবি 'জামাই এল ঘরে'।
ছবিটিতে দিব্যকান্তির ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও পলাশের চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত। সব্য়সাচীর মেয়ের ভূমিকায় রয়েছেন তাঁরই রিয়েল লাইফ বউমা রিধিমা ঘোষ। শাশুড়ি-বউমার কেমিস্ট্রি নিয়ে অনেক ছবি বা ধারাবাহিক হয়েছে। এবার শ্বশুর-জামাইকে নিয়ে হচ্ছে ছবি। জামাই যখন ধীরে ধীরে শ্বশুরের আরাম কেদারা, ছবি আঁকার ঘর, জামাকাপড়, জুতো, ডিভিডি প্লেয়ার, ফ্রিজ সবকিছুর উপর নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করে, স্বাভাবিকভাবেই মেজাজ হারাতে থাকে শ্বশুর। তাদের মানসিক টানাপোড়েনের গল্প বলবে 'জামাই এল ঘরে'।
আগামী ২৯ তারিখ সন্ধ্যে সাতটায় বেসরকারী টেলিভিশন চ্যানেলে দেখানো হবে ছবিটি। দিব্যকান্তি কি পলাশকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন? ছবিটিতেই সেই উত্তর লুকিয়ে রয়েছে।