পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ে ভাঙছে অনন্যা চ্যাটার্জির, পোস্ট করলেন স্বামী - বাঙালি অভিনেত্রী

টলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী অনন্যা চ্য়াটার্জি। ২০১৫ সালে রাজ ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে হয় ধুমধাম সহকারে। সেই বিয়ে এখন ভাঙার মুখে।

অনন্যা চ্যাটার্জি

By

Published : Aug 9, 2019, 10:35 AM IST

কলকাতা : বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল টলি পাড়ায়। অনন্যা থাকেন কলকাতায় আর রাজ থাকেন মুম্বইতে। ফলে তাঁদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছিল। আজ রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন।

বিয়ের দিন..

রাজ লিখেছেন, "কোনও শেষই আনন্দের নয়। তুমি যা কিছুই ভালোবাস, কোথাও গিয়ে তার একটা শেষ আছে। একইভাবে ভালোবাসার সম্পর্কেও একটা ইতি টানতে হয়। আমি ও আমার স্ত্রী অনন্য়া চ্যাটার্জি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবেই নিয়েছি।"

'আবহমান' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অনন্যা

চার বছরের বিয়ে ও আট বছরের সম্পর্ক অনন্যা-রাজের। রাজ লিখেছেন, "আমি খুবই লাকি যে, আমার মতো একটা সাধারণ মানুষের জীবনে ওঁর মতো একজন প্রতিভাবান ও দারুণ মনের মানুষ এসেছিল। ভবিষ্যতেও আমি আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো উপভোগ করব।"

বিয়ের চার বছরে বিবাহবিচ্ছেদ

যাঁরা এতদিন ধরে অনন্যা-রাজকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ছবিতে লাইক বা কমেন্ট করেছেন, তাঁদের জন্য নিজেদের সময় ব্য়য় করেছেন- তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ। শুভেচ্ছা চেয়েছেন নতুন জীবনে পা রাখার আগে।

ABOUT THE AUTHOR

...view details