কলকাতা : বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল টলি পাড়ায়। অনন্যা থাকেন কলকাতায় আর রাজ থাকেন মুম্বইতে। ফলে তাঁদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছিল। আজ রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন।
রাজ লিখেছেন, "কোনও শেষই আনন্দের নয়। তুমি যা কিছুই ভালোবাস, কোথাও গিয়ে তার একটা শেষ আছে। একইভাবে ভালোবাসার সম্পর্কেও একটা ইতি টানতে হয়। আমি ও আমার স্ত্রী অনন্য়া চ্যাটার্জি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবেই নিয়েছি।"