দিল্লি : অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (AMPAS)-র সভাপতি জন বেইলি সুনিশ্চিত করে জানালেন, তিনি 2019-র ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে (IFFI) অংশগ্রহণ করবেন । গোয়াতে এই ফেস্টিভালটি চলবে ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই খবরটি গতকাল জানিয়েছেন । ফিল্ম ফেস্টিভালটি 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত চলবে ।
পানাজিতে পরিচালনা কমিটির প্রথম মিটিময়ের পর জাভড়েকর জানান, এবছরে ফেস্টিভালের ফোকাসে থাকতে পারে রাশিয়া । সাংবাদিকদের তিনি বলেন, "দেশের গর্ব IFFI । গোল্ডেন জুবিলি এডিশন হওয়ায় এবছরের IFFI অনেক বেশি গুরুত্বপূর্ণ ।"
একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিনেমার মাধ্যমে সমধর্মিতা বজায় রাখতে দেশের সাতটি শহরজুড়ে রোডশো'র আয়োজন করা হবে । ফিল্ম ফেস্টিভালের পাশাপাশি ছবির জন্য প্রাসঙ্গিক প্রযুক্তির প্রদর্শনের ব্যবস্থাও করা হবে ।