পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোভিডের বাড়-বাড়ন্তে অনির্দিষ্টকালের জন্য অধরা অমিতাভের 'চেহরে' - অমিতাভ বচ্চন

রোজ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্থগিত করে দেওয়া হল অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির ফিল্মের মুক্তি ৷ কবে ছবি মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷

amitabh-bachchan-and-emraan-hashmi-starrer-chehre-release-postponed-due-to-rise-of-covid-19
কোভিডের বাড়-বাড়ন্তে অমিতাভের 'চেহরে'র মুক্তি স্থগিত

By

Published : Mar 30, 2021, 5:28 PM IST

Updated : Mar 30, 2021, 6:41 PM IST

মুম্বই, 30 মার্চ: কোভিডের কারণে আপাতত মুখ ঢাকল বলিউডের আপকামিং ফিল্ম 'চেহরে' ৷ অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির এই ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন চিত্রনির্মাতারা ৷

ট্রেলারে ভক্তদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল চেহরে ৷ চলতি বছর 9 এপ্রিল এই মুভি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে সম্প্রতি যে ভাবে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে, তাতে শেষ মুহূর্তে ছবির মুক্তি স্থগিত রাখা হবে বলে ঘোষণা করা হল ৷ চেহরের অভিনেতা ইমরান হাশমি তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আমাদের খুবই নিজের দর্শকদের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ এখনও পর্যন্ত যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমরা দারুণ উচ্ছ্বসিত ৷ খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ৷ ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকুন - টিম চেহরে ৷"

আরও পড়ুন:মার্কিন নৌসেনার গলায় স্বদেশের গান, উচ্ছ্বসিত শাহরুখ-রহমান

রহস্যময় থ্রিলার চেহরেতে ইমরান হাশমি ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ রুমি জাফরি পরিচালিত ছবিতে থাকবেন অন্নু কাপুর, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডিসুজ়া ও সিদ্ধার্থ কাপুর ৷ ফিল্মের মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও কবে ছবি মুক্তি পাবে সেই তারিখ জানাননি নির্মাতা ৷ ফলে অনির্দিষ্টকালের জন্য চেহরের মুক্তি পিছিয়ে গেল ৷

Last Updated : Mar 30, 2021, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details