কলকাতা : আজ ভোরে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । দুপুরের দিকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর কান্নায় ভেঙে পড়েন মমতা শংকর । বলেন, "এরচেয়ে ভালো মৃত্যু মানুষের হয় না । মায়ের সব স্বপ্ন পূরণ হয়েছিল । মা চাইতেন শান্তিতে চলে যেতে । তাই হয়েছে । কোনও রোগ না, কোনও ব্যাধি না । ঘুমের মধ্যে শান্তিতে চলে গেলেন মা ।"