মুম্বই, 8 সেপ্টেম্বর : প্রয়াত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া ৷ আজ সকালে নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন অভিনেতা ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতেই তাঁকে মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপতাল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরে আসেন অক্ষয় কুমার ৷
অভিনেতা টুইটে বলেন, "তিনি ছিলেন আমার প্রাণ ৷ তাঁর প্রয়াণে আমি গভীর বেদনা অনুভব করছি ৷ তিনি আজ সকালে ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে গিয়েছেন ৷ ফিরে গিয়েছেন আমার বাবার কাছে ৷ আপনাদের প্রার্থনাকে আমি এবং আমার পরিবারের সদস্যরা সম্মান জানাই ৷ পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ "মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুগামীরাও ৷ মায়ের অসুস্থতার খবর পেয়েই গত সোমবার ভোররাতে মুম্বই পৌঁছন বলিউডের খিলাড়ি ৷
আরও পড়ুন: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়
পরবর্তী ছবি সিন্ডেরেলার শ্যুটিংয়ের জন্য ব্রিটেনে ছিলেন অক্ষয় কুমার ৷ রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত সিন্ডেরেলা একটি সাইকোলজিকাল থ্রিলার ছবি ৷ তিওয়ারিই অক্ষয়ের শেষ ছবি বেল বটমেরও পরিচালক ছিলেন ৷ সিন্ডেরেলাতে অক্ষয় ছাড়াও দেখা যাবে রাকুল প্রীত সিং-কে ৷ তবে অক্ষয় কুমার দেশে ফিরে আসলেও ফিল্মের শ্যুটিং বন্ধ হয়নি ৷ অন্যান্য দৃশ্যের শ্যুটিং চলছে ৷ আগামীদিনে অক্ষয় কুমারের পরপর বেশ কয়েকটি ছবি আসতে চলেছে ৷ রোহিত শেট্টির সূর্যবংশীতে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে তাঁকে ৷ এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা মিলবে রণবীর সিং ও অজয় দেবগণেরও ৷ এছাড়াও ভূমি পেদনেকরের সঙ্গে রক্ষাবন্ধন এবং সারা আলি খান ও ধনুশের সঙ্গে আতরঙ্গি ছবিতেও অভিনয় করছেন বেল বটমের প্রধান অভিনেতা ৷ এগুলি ছাড়াও রাম সেতুতেও দেখা যাবে তাঁকে ৷ সেখানে তাঁর সঙ্গে থাকছেন নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্ডেজ ৷