মুম্বই, 26 নভেম্বর: 26/11 মুম্বই হামলার 13 বছর (13th anniversary of 26/11 attack) পূর্ণ হল আজ ৷ 2008 সালে এই দিনেই মায়ানগরীকে ক্ষতবিক্ষত করেছিল সন্ত্রাসবাদের কালো হাত ৷ প্রাণ গিয়েছিল দেড়শোরও বেশি মানুষের ৷ পাকিস্তানি জঙ্গিদের থেকে দেশবাসীকে রক্ষা করতে গিয়ে টানা চারদিনের লড়াইয়ে শহিদ হয়েছিলেন 18 জন নিরাপত্তা কর্মী ৷ আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের তারকারা (Celebrities remembering 26/11 Mumbai Attacks)৷ অক্ষয় কুমার থেকে অনিল কাপুর, অনুপম খের থেকে রবীনা ট্যান্ডন - অনেকেই কুর্নিশ জানিয়েছেন জওয়ানদের আত্মবলিদানকে (martyrs of 26/11 Mumbai Terror Attacks)৷
দেশের সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ টুইট করে অক্ষয় কুমার (Akshay Kumar's tribute to victims of 26/11) লেখেন, "মুম্বইয়ের ভয়ংকর সন্ত্রাসবাদী হামলার আজ 13 বছর ৷ যাঁরা প্রিয়জনেদের হারিয়েছেন তাঁদের স্মরণ করছি ৷ আমাদের শহরকে সুরক্ষিত রাখার জন্য যে সাহসী জওয়ানরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের প্রতি আমার হার্দিক শ্রদ্ধা রইল ৷"
টুইট করেছেন বলিউডের আর এক অভিনেতা অনিল কাপুরও (Anil Kapoor's tribute to 26/11 Mumbai Terror Attacks) ৷ তাঁর কথায়, "13 বছর কাটলেও আমরা সেই শহিদদের ভুলিনি যাঁরা 26/11 হামলায় নিজেদের জীবন বলিদান দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছিলেন ৷ তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা সন্ত্রাস থেকে ভাল হওয়ার শপথ নিই ৷"
আরও পড়ুন:13th anniversary of 26/11 attack : 26/11-র 13 বছর, আজও ট্র্যাপিজের সুতোয় ভারত-পাক সম্পর্ক