মুম্বই, 7 অক্টোবর: মাদক মামলায় (Drug Case) আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে বলিউডের বিরুদ্ধে ফের বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) শাহরুখ-পুত্রকে খোলা চিঠি লিখে কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷ তার কয়েক মিনিটের মধ্যেই এই নিয়ে নিজের চেনা মেজাজে ধরা দেন বলিউডের কুইন ৷ নাম না-করে তাঁর প্রাক্তন চর্চিত বয়ফ্রেন্ড হৃত্বিককেই যেন তিনি নিশানা করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বলিউডের মাফিয়া পাপ্পুরা এখন আরিয়ান খানের স্বপক্ষে এসে দাঁড়াচ্ছে ৷
আজ সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আরিয়ানের একটি ছবি পোস্ট করে দীর্ঘ বার্তা দেন হৃত্বিক রোশন ৷ তিনি আরিয়ানের উদ্দেশে খোলা চিঠিতে লেখেন, "আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত সফর ৷ এটা অনিশ্চিত বলেই অপূর্ব ৷ এটা দারুণ কারণ এটি তোমারে কঠিন পিচে ফেলে দেয়, তবে ঈশ্বর মহান ৷ তিনি সবচেয়ে সক্ষম মানুষটিকেই সবচেয়ে কঠিন বলটা খেলতে দেন ৷ তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ এত ডামাডোলের মধ্যেও তুমি নিজের চাপটা নিজের কাঁধেই নিতে পার ৷ আর আমি জানি যে এটা এখন তুমি বুঝতে পারছ ৷ বুঝতে পারছি তোমার রাগ, দ্বন্দ্ব, অসহায়তা ৷ তোমার মধ্যে থেকে নায়ককে বের করে আনার প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে । কিন্তু সতর্ক থেকো, সেই একই উপাদান ভাল জিনিসগুলিকেও পুড়িয়ে দিতে পারে... দয়া, করুণা, ভালবাসাকে । নিজেকে পোড়াও, তবে যেটুকু প্রয়োজন ৷"
আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
হৃত্বিক আরও লিখেছেন, "ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য - এগুলি সবই এক যদি তুমি জানো যে, কোনটা জীবনে আঁকড়ে রাখতে হবে এবং কোনটাকে ছুড়ে ফেলে দিতে হবে ৷ তোমাকে ছোটবেলা থেকে চিনি এবং বড় হওয়ার পরও তোমাকে চিনি...শান্ত থাক, আলোর উপর ভরসা রাখ ৷ নিজের উপরও ৷ লাভ ইউ ম্যান ৷"