পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবা-মায়ের সঙ্গে নাচের তালে আরাধ্যা, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো - ঐশ্বর্য রাই বচ্চন

একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নাচের তালে ধরা দিল আরাধ্যা । দেশি গার্ল দানে আরাধ্যার নাচের ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি ।

Aaradhya Bachchan Dancing To Desi Girl At Family Wedding With Abhishek And Aishwarya, video gets Viral
বাবা-মায়ের সঙ্গে নাচের তালে আরাধ্যা

By

Published : Feb 24, 2021, 1:28 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি:জন্মের আগে থেকেই সে খবরের শিরোনামে । একটু একটু করে বড় হয়ে ওঠা, স্কুলে পারফর্ম করা, মায়ের হাত ধরে নানা অনুষ্ঠানে যাওয়া - যা-ই করুক, তা নিয়ে আলোড়ন সৃষ্টি হওয়াটাই নজির । বলছি, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যার কথা । আবারও সে খবরে । ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ছোট্ট আরাধ্যার নাচের ভিডিয়ো ।

মুম্বইয়ে তুতো বোন শ্লোক শেট্টির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সপরিবার ঐশ্বর্য । অন্যান্য সব জায়গার মতোই তাঁরাই ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি । মঞ্চে উঠে নেহাতই রসিকতার ছলে সুরের তালে কোমর দোলান অভিষেক ও ঐশ্বর্য । তবে বাবা-মাকে আনন্দ করতে দেখে চুপ করে থাকেনি 9 বছরের একরত্তি মেয়ে। প্রিয়াঙ্কা চোপড়ার ''দেশি গার্ল'' গানে দিব্যি মায়ের নাচের তালে সঙ্গ দিল মেয়ে। তার নাচে এতটুকু জড়তা চোখে পড়েনি । দর্শকরা তো বটেই, আরাধ্যার নাচ মন ভরিয়ে দিয়েছে তার মায়েরও। নাচের শেষে মেয়েকে জড়িয়ে ধরেন ঐশ্বর্য ।

এই নাচের ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে । মা-মেয়ের নাচ দারুণ উপভোগ করেছেন নেটিজেনরা ।

আরও পড়ুন:স্বস্তিকার মুখে রামনাম ! তিনিও যাচ্ছেন বিজেপিতে ?

বিয়ের অনুষ্ঠানে মা-মেয়ের সজসজ্জাও নজর কেড়েছে ভক্তদের ।

কথায় আছে, ''বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া'' । ঐশ্বর্য-কন্যাও এই বয়সেই বুঝিয়ে দিচ্ছে যে, তার মধ্যে মায়ের অনুগামী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । ভবিষ্যতে এই স্টার কিড কোন পথে এগোবে, তা অবশ্য বলে দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details