মুম্বই : অবাক লাগলেও এটাই সত্যি । একবার সারা আলি খানকে ভিখারি ভেবেছিলেন পথচারীরা । আর তাঁকে টাকা দিয়ে সাহায্যও করেছিলেন তাঁরা । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি ।
একবার বাবা সইফ আলি খান ও মা অমৃতার সঙ্গে ঘুরে গিয়েছিলেন ছোট্ট সারা । ছিলেন তাঁর ভাই ইব্রাহিমও । ইব্রাহিমের বয়স তখন অনেকটাই কম । হাঁটতেও শেখেনি সে । আর একটি দোকানের বাইরে ভাই-বোনকে রেখে শপিং করতে গিয়েছিলেন সইফ ও অমৃতা । আশপাশে কেউ ছিল না । সুযোগ বুঝে নিজের তালেই হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে নাচতে শুরু করেছিলেন সারা । আর তা দেখে মন জুড়িয়ে গিয়েছিল পথচারীদের । অনেকেই তাঁকে ভিখারি বলে ভেবেছিলেন । তাই পথ চলতি অনেকেই তাঁকে টাকা দিয়েছিলেন । এদিকে টাকা পেয়ে খুবই খুশি হন সারা । ভাবেন, 'টাকা যখন পাচ্ছি তখন কী সমস্যা ? যা করছি তা করে যাই ।' এই ভেবে আরও ভালো করে নাচতে শুরু করে ছোট্ট সারা ।