পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দয়া করে ফিরে এস", ইরফানের সঙ্গে টেনিস খেলার ভিডিয়ো পোস্ট দীপিকার - deepika and irrfan played tennis

ইরফানের সঙ্গে টেনিস খেলার একটি ভিডিয়ো শেয়ার করলেন দীপিকা । তার ক্যাপশনে লেখেন, "দয়া করে ফিরে এস"।

SDF
SDF

By

Published : May 9, 2020, 4:36 PM IST

মুম্বই : ইরফান খানের এই তাড়াতাড়ি চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেনি । পারছেন না । অনেকে ভাবতেই পারছেন না যে তিনি নেই । মনে পড়ছে তাঁর সঙ্গে কাটানো সময়গুলির কথা । যেমন দীপিকা পাডুকোন । এবার ইরফানের সঙ্গে টেনিস খেলার একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।

29 এপ্রিল মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইরফান খান । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে । তাঁর এই মৃত্যু যেন মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই । অনেকেই তাঁর সঙ্গে তোলা ছবি, ভিডিয়ো শেয়ার করছেন। এবার এরকমই একটি ভিডিয়ো শেয়ার করলেন দীপিকা ।

ভিডিয়োতে দু'জনকে টেনিস খেলতে দেখা গেছে । আর এই ভিডিয়োটি শেয়ার করে দীপিকা লিখেছেন, "দয়া করে ফিরে এস" । সঙ্গে একটি ইমোজিও দেন তিনি ।

আর এই ভিডিয়ো পোস্ট করতে না করতেই কমেন্ট করতে থাকেন ইরফানের ফ্যানেরা । একজন লেখেন, "তাঁর এই মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।"

আর একজন লেখেন, "আপনার সঙ্গে খেলার সময় তাঁর হাসি দেখে কি যে না ভালো লাগছে।"

শুক্রবারই 'পিকু' সিনেমাটির পাঁচ বছর পূর্ণ হয়েছে । আর তাই ইরফানকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেন দীপিকা । ছবির 'লমহে গুড়ার গ্যায়ে' গানটির কথা শেয়ার করে তিনি লেখেন, "তোমার আত্মার শান্তি কামনা করি বন্ধু..."।

ABOUT THE AUTHOR

...view details