মুম্বই : কয়েকবছর আগের কথা। ক্যাটরিনা কাইফের জন্মদিনে বড় ঝামেলায় জড়িয়েছিলেন সলমান খান ও শাহরুখ খান। সেই থেকে দুই বন্ধুর মুখ দেখাদেখি বন্ধ। সেই সময় বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন সলমান।
এক সাক্ষাৎকারে সলমান বলেছিলেন, "শাহরুখ আমার ভাইয়ের মতো। ও আমাকে স্যার বলে ডাকত। স্ট্রাগেলের সময় ও আমাকে স্যার বলত। আমি শাহরুখকে দেখেছি কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে। ও এখন একেবারে অন্য মানুষ। একমাত্র ঈশ্বরই পারেন আমাদের আবার বন্ধুত্ব করাতে পারবে। এবং এটা কখনও হবে না।"