পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

যখন শাহরুখ সলমানকে 'স্যার' বলে ডাকতেন! - zero

একজন বলিউডের বাদশা তো আরেকজন ভাইজান। দু'জনের বন্ধুত্বের সাক্ষী যেমন থেকেছে বলিউড, তেমনি তাঁদের মনোমালিন্য়ের কথাও জানেন সকলেই। কিন্তু, একসময় নাকি সলমান খানকে 'স্য়ার' বলেই ডাকতেন শাহরুখ খান!

ফাইল ছবি

By

Published : May 7, 2019, 9:53 AM IST

মুম্বই : কয়েকবছর আগের কথা। ক্যাটরিনা কাইফের জন্মদিনে বড় ঝামেলায় জড়িয়েছিলেন সলমান খান ও শাহরুখ খান। সেই থেকে দুই বন্ধুর মুখ দেখাদেখি বন্ধ। সেই সময় বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন সলমান।

এক সাক্ষাৎকারে সলমান বলেছিলেন, "শাহরুখ আমার ভাইয়ের মতো। ও আমাকে স্যার বলে ডাকত। স্ট্রাগেলের সময় ও আমাকে স্যার বলত। আমি শাহরুখকে দেখেছি কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে। ও এখন একেবারে অন্য মানুষ। একমাত্র ঈশ্বরই পারেন আমাদের আবার বন্ধুত্ব করাতে পারবে। এবং এটা কখনও হবে না।"

করণের শোয়ে শাহরুখ বলেছিলেন, "সলমান যদি রেগে থাকেন, তাহলে বলব ১০০ শতাংশ আমার দোষ।" তবে এতটাই সহজ ছিল না। সলমান আরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, "শাহরুখ যদি ক্ষমা চায় তাহলে আমাকে ফোন করে চাক। জনসমক্ষে বলাটা আমার ঠিক মনে হয় না।"

যদিও আবারও বন্ধুত্ব হয়েছে এই দু'জন তারকার। সম্প্রতি শাহরুখের 'জ়িরো' ছবিতে একটি গানে ক্যামিও করেছেন সলমান। আবার সলমানের ছবিতে শাহরুখের ক্যামিও করার কথাও শোনা যাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details