পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরিস্থিতি ঠিক হলে কী করতে চান সোনাক্ষী ? - after covid 19 crisis is over

খুব তাড়াতাড়ি পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সোনাক্ষী। আর পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে সোজা তিনি চলে যাবেন মাঝ সমুদ্রে । সেখানে বোট থেকে জলে ঝাঁপ দেবেন তিনি । আর উপভোগ করবেন খোলা আকাশের নিচে মাঝ সমুদ্রে ভেসে থাকার মজা ।

sdf
sdf

By

Published : Apr 6, 2020, 12:17 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । আম জনতার পাশাপাশি গৃহবন্দী সব তারকা । কিন্তু, কতদিন আর ঘরবন্দী হয়ে থাকা যায় ! মনে যেন বার বার ছুটে যাচ্ছে বাইরে দিকে । আর পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে প্রথমে কী কাজ করবেন সেটা এখন থেকেই ঠিক করে রাখছেন তারকারা । ঠিক করে রেখেছেন সোনাক্ষী সিনহাও ।

খুব তাড়াতাড়ি পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সোনাক্ষী। আর পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে সোজা তিনি চলে যাবেন মাঝ সমুদ্রে । সেখানে বোট থেকে জলে ঝাঁপ দেবেন তিনি । আর উপভোগ করবেন খোলা আকাশের নিচে মাঝ সমুদ্রে ভেসে থাকার মজা ।

সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 মিলিয়ন । আর তাঁকে ফলো করার জন্য ফ্যানদের ধন্যবাদও জানান । পাশাপাশি একটি পুরোনো ভিডিয়ো পোস্ট করে নিজের এই ইচ্ছের কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী ।

ভিডিয়োতে মাঝ সমুদ্রের মধ্যে বোট থেকে জলে ঝাঁপ মারতে দেখা গিয়েছে সোনাক্ষীকে । আবার মাঝ সমুদ্রে গিয়ে জলে ঝাঁপ দিতে চান তিনি । কিন্তু, কোনোরা আতঙ্কের জেরে এখন কিছুই করতে পারছেন না । ঘরের মধ্যেই কাটছে তাঁর দিন । তাই পরিস্থিতি ঠিক হয়ে গেলেই সোজা মাঝ সমুদ্রে গিয়ে ঝাঁপ দেবেন বলে জানিয়েছেন ফ্যানদের ।

সম্প্রতি বিয়ের পরিকল্পনাও ফ্যানদের সঙ্গে শেয়ার করেন সোনাক্ষী । সোশাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথা বলেন তিনি । সেখানে তাঁকে যা খুশি প্রশ্ন করেন ফ্যানরা । আর তার উত্তর দেন তিনি । একজন তাঁকে প্রশ্ন করেন, 'আপনি কবে বিয়ে করবেন ?' আবার কেউ করেন, 'বিয়ের পর কি স্বামীর পদবি ব্যবহার করবেন ?' তার উত্তরে সোনাক্ষী বলেন, "কেউ যখন বিয়ে করেন তখন তিনি একজন ব্যক্তিকে বিয়ে করেন তাঁর নামকে নয় ।"

ABOUT THE AUTHOR

...view details