মুম্বই : সেলেব্রিটি ইন্টেরিয়র ডিজ়াইনার গৌরি খান । বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীদের বাড়ি সাজিয়েছেন তিনি । এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি নিজের বাড়ির অন্দরের গল্প বললেন ।
সেই সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, গৌরির বাড়িতে আওয়াজের শেষ নেই । বিশেষ করে ছোটো ছেলে আব্রামের চিৎকার-চ্যাঁচামেচিতেই ভরে থাকে 'মন্নত' । পাপারৎজ়িদের সামনে যতই চুপ করে থাকুক আব্রাম, বাড়িতে তার অন্যরূপ ।
গৌরি আরও জানান যে, 'মন্নত'-এ নিয়ম মানার কোনও বালাই নেই । তবে পরিবারের প্রত্যেকে একে অপরকে একটা নিজস্ব স্পেস দেন । মন্নত-কে মন্নত বানাতে প্রতিটি সদস্যেরই অবদান রয়েছে বলে জানান গৌরি ।
নিজের কাজের প্রয়োজনে বা অন্য়ান্য কারণে প্রায়ই ট্র্যাভেল করতে হয় গৌরিকে, যেতে হয় দেশের বাইরেও । তবে তিনি চেষ্টা করেন যেন, আব্রাম স্কুল থেকে ফেরার সময় বাড়িতে উপস্থিত থাকতে পারেন । কোনও সন্তানের বড় হয়ে ওঠার পিছনে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শাহরুখ-পত্নী ।