পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শ্বাসরোধে মৃত্যু ? 'অসহায়' সুশান্তের আইনজীবীর প্রশ্ন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে

তিন মাস কেটে গেলেও এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানা যায়নি । আর সেই কারণেই এবার CBI তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাঁর পরিবারের সদস্যরা ।

we
asd

By

Published : Sep 25, 2020, 8:36 PM IST

Updated : Sep 25, 2020, 8:54 PM IST

দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে না পেরে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর বাবা কৃষ্ণ কুমার সিং । তবে অভিনেতার মৃত্যুর পর তিন মাস কেটে গেলেও এখনও তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি । যার জেরে এবার CBI তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা ।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করছে যে তদন্তটা অন্য দিশায় চলে যাচ্ছে । মাদক মামলার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে । AIIMS-এর চিকিৎসক আমাকে বলেছিলেন শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়েছিল ।"

19 অগাস্ট সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর 20 অগাস্টই মুম্বই পাড়ি দিয়েছিল CBI-এর বিশেষ তদন্তকারী দলটি । সেখানে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, বাবা ইন্দ্রজিৎ, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, বাড়ির পরিচারক সহ প্রয়াত অভিনেতার ম্যনেজার সবাইকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । এমনকী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন ।

এদিকে আবার সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারাও প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেছিলেন । এরই মাঝে এই তদন্তের সময় কল রেকর্ড খতিয়ে দেখে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোকে (NCB) বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করে ED । সেই মতো তদন্ত শুরু করে NCB । ইতিমধ্যেই মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া, সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ একাধিক মাদক পাচারকারীকে । তারপরই তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক প্রথম সারির তারকার নাম । এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে NCB । এরই মধ্যে মুম্বই থেকে দিল্লি ফিরেছে CBI-এর বিশেষ তদন্তকারী দলটি ।

তবে সুশান্তের মৃত্যুর গতিপ্রকৃতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি CBI-এর তরফে । এর প্রেক্ষিতে বিকাশ সিং বলেন, "আজ আমরা অসহায় । জানি না কোন দিশায় এগোচ্ছে মামলাটা । আজ পর্যন্ত CBI একটা সাংবাদিক বৈঠক করল না এই ঘটনাকে কেন্দ্র করে । তদন্তের গতি আমার মোটেই ভালো লাগছে না ।"

Last Updated : Sep 25, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details