নয়াদিল্লি : ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়। তাতেই সমালোচনায় পড়েছেন তিনি। প্রশ্ন উঠেছে মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়েও। এর জেরেই এবার মুখ খুললেন বিবেক। বললেন, "মহিলাদের সম্মানের প্রতি আমি বরাবরই সতর্ক থাকি।" শুধু তাই নয় সমালোচনার জেরে তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন বলেও জানান।
মিম শেয়ার করার বিষয় কড়া নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। মহারাষ্ট্র মহিলা কমিশন বিবেকের এই পোস্টে মহিলাদের অসম্মান করা হয়েছে বলেই মনে করছে।
এই প্রসঙ্গে বিবেক বলেন, "আমি মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই। আজ দশবছর ধরে আমি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে আসছি। এবং আমি এই বিষয় সোশাল মিডিয়ায় কোনও কথাই বলতে চাই না। আমি মহিলাদের সম্মানের বিষয় বরাবরই সতর্ক। আমি ব্য়ক্তিগতভাবে মনে করি যা হয়েছে এতে কোনও অসম্মান ছিল না। মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই, তাঁরা যদি আমার কাছে ব্যাখ্যা চায় তাহলে আমি বলব। তেমন হলে ক্ষমা চাইব।"