মুম্বই, 11 জানুয়ারি : বাবা হলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি । আজ দুপুরে কন্যাসন্তানের জন্ম দেন অনুষ্কা শর্মা । টুইট করে অনুরাগীদের এই সুখবর দিয়েছেন কোহলি নিজেই । তিনি লেখেন, "খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দুপুরে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে । আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ । অনুষ্কা এবং সন্তান দুজনেই ভালো আছে । আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল ।"
বাবা হলেন কোহলি, কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা - কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা
রাহুল দ্রাবিড়ের জন্মদিনের দিনই কন্যাসন্তানের বাবা হলেন বিরাট কোহলি ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরে আসেন বিরাট । অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলেই দেশে ফেরার বিমান ধরেন । তাঁর অনুপস্থিতিতেই মেলবোর্নে অজিঙ্ক রাহানের নেতৃত্বে দ্বিতীয় টেস্ট জেতে ভারত । পরিবারের নতুন অতিথির অপেক্ষায় দিন কাটলেও অধিনায়কের চোখ টিমের পারফরম্যান্সের দিকেই ছিল । আজ সিডনি টেস্টের শেষদিনে দাঁতে দাঁত চেপে লড়াই করে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিয়েছে ভারত । আর সেদিনই বিরুষ্কার ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান ।
সাধারণ অনুরাগী থেকে সেলিব্রিটি, সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন বিরাট-অনুষ্কা । যুজবেন্দ্র চহাল, ইরফান পাঠান, সাইনা নেহওয়ালরা শুভেচ্ছা জানিয়েছেন । তবে সবথেকে মজার টুইটটি করা হয়েছে আইপিএল টিম রাজস্থান রয়্যালসের তরফে । আজই 48 বছরে পা দিলেন কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় । বিরাটকে শুভেচ্ছা জানিয়ে রাজস্থান রয়্যালস লিখেছে, "ওর জন্মদিনটা ওয়ালে সেভ করে রাখলাম ।"