মুম্বই, 17 জুন: বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম বিদ্যা বালান । অভিনয় দক্ষতা এবং মিষ্টি হাসির জন্য কুপোকাৎ বহু ভক্তের মন । একের পর এক হিট ছবি দিয়ে পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে । তবে আউটসাইডার হিসেবে বলিউডে নিজের স্থায়ী জায়গা করে নেওয়ার এই পথ মোটেও সহজ ছিল না । নিজেই সেই যাত্রার কাহিনী জানালেন কাহিনীর অভিনেত্রী ।
বিদ্যার প্রথম বেতন কত ছিল জানেন ? - bollywood
বিদ্যা বালন জানালেন নিজের জীবনের কাহিনী । বললেন জীবনে উপার্জিত প্রথম টাকার অঙ্ক ।
একটি বেসরকারি সংবাদমাধ্যমে তিনি বলেন, " আমি কর্ম জীবন শুরু করি 500 টাকার বিনিময়ে কাজ করে । রাজ্য পর্যটনের একটি প্রচারের কাজ করেছিলাম । আমি, আমার বোনেরা এবং বন্ধুরা মিলে এই কাজ করেছিলাম । আর এই কাজের জন্য জীবনের প্রথম উপার্জন হিসেবে 500 টাকা পাই । "
উল্লেখ্য, বিদ্যা টেলি ইন্ডাস্ট্রির হাত ধরেই গ্ল্যামার জগতে পদার্পণ করেন । 1995 সালে একতা কাপুরের কমেডি শো 'হাম পাচঁ' এ প্রথম কাজ করেন অভিনেত্রী । অমিত মাসুরকারের পরবর্তী ছবি "শেরনি" ছবিতে মূল চরিত্রে দেখা যাবে বিদ্যাকে । আগামী শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে বিদ্যা অভিনীত এই ছবি ।