মুম্বই : এখন বাড়িতে চুল কাটার একটা হিড়িক শুরু হয়েছে বলিউডে । লকডাউনের জেরে পার্লার বন্ধ থাকায় বাড়িতেই চুল কাটছেন তারকারা । তবে নিজের হাতে একেবারেই নয় । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের চুল কেটে দিচ্ছেন পরিবারের সদস্যরা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন ভিকি কৌশলও ।
বলিউডের অন্য তারকাদের মতো এখন বাড়িতেই রয়েছেন ভিকি । হোম কোয়ারেন্টাইনে থেকে বাড়ির একাধিক কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে । আর সেই সব মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন তিনি । কখনও টুলের সাহায্য ছাড়া মেঝেতে দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করতে দেখা যাচ্ছে, আবার কখনও মায়ের সঙ্গে ছাদে বসে গল্প করছেন তিনি । আবার কখনও বানাচ্ছেন ওমলেট । এদিকে লকডাউনের জেরে পার্লার বন্ধ থাকায় চুল কাটতে পারছিলেন না । বাড়িতে রয়েছেন বলে নিজের লুকের যত্ন নেবেন না এটা কখনও হয় ! তাই এবার বাড়িতেই চুল কেটে নিলেন তিনি । আর সেই কাজে তাঁকে সাহায্য করলেন তাঁর ভাই সানি । অত্যন্ত দক্ষতার সঙ্গে দাদার চুল কাটতে দেখা যায় তাঁকে ।