পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন হেয়ারস্টাইলে ভিকি, পঞ্চমুখ ভাইয়ের প্রশংসায় - sunny kaushal

লকডাউনের মধ্যে পার্লার বন্ধ থাকায় চুল কাটতে পারছিলেন না ভিকি । তাই বাড়িতেই তাঁর চুল কেটে দেন ভাই সানি । তারপর নতুন হেয়ারস্টাইলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ভিকি ।

fd
sd

By

Published : Apr 16, 2020, 12:04 PM IST

মুম্বই : এখন বাড়িতে চুল কাটার একটা হিড়িক শুরু হয়েছে বলিউডে । লকডাউনের জেরে পার্লার বন্ধ থাকায় বাড়িতেই চুল কাটছেন তারকারা । তবে নিজের হাতে একেবারেই নয় । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের চুল কেটে দিচ্ছেন পরিবারের সদস্যরা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন ভিকি কৌশলও ।

বলিউডের অন্য তারকাদের মতো এখন বাড়িতেই রয়েছেন ভিকি । হোম কোয়ারেন্টাইনে থেকে বাড়ির একাধিক কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে । আর সেই সব মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন তিনি । কখনও টুলের সাহায্য ছাড়া মেঝেতে দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করতে দেখা যাচ্ছে, আবার কখনও মায়ের সঙ্গে ছাদে বসে গল্প করছেন তিনি । আবার কখনও বানাচ্ছেন ওমলেট । এদিকে লকডাউনের জেরে পার্লার বন্ধ থাকায় চুল কাটতে পারছিলেন না । বাড়িতে রয়েছেন বলে নিজের লুকের যত্ন নেবেন না এটা কখনও হয় ! তাই এবার বাড়িতেই চুল কেটে নিলেন তিনি । আর সেই কাজে তাঁকে সাহায্য করলেন তাঁর ভাই সানি । অত্যন্ত দক্ষতার সঙ্গে দাদার চুল কাটতে দেখা যায় তাঁকে ।

এদিকে নতুন লুক পেয়ে খুবই খুশি ভিকি । সঙ্গে সঙ্গে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । পাশাপাশি চুল কাটার মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে । আবার ভাইয়ের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "চাহিদা বেড়ে গিয়েছে ।"

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ভাইয়ের ছবি

বাড়িতে চুল কাটার এই ট্রেন্ড শুরু করেছিলেন অনুষ্কা শর্মা । রান্না ঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল তাঁকে । তারপর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন সোনম কাপুরও । স্বামী আনন্দ আহুজার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় দেখা যায় তাঁকে । তারপর এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন একাধিক তারকা । আর এবার এই তালিকায় যুক্ত হলেন ভিকিও ।

ABOUT THE AUTHOR

...view details