পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনের মধ্যে জন্মদিন, কীভাবে সেলিব্রেট করবেন ভিকি ? - ভিকি কৌশলের জন্মদিন

লকডাউনের মধ্যে জন্মদিন তো দূরের কথা, ভিকি কোনওদিন লকডাউনের কথাই ভাবেননি ।

Vickey kaushal returns to his childhood days in lockdown
Vickey kaushal returns to his childhood days in lockdown

By

Published : May 15, 2020, 4:30 PM IST

মুম্বই : 16 মে 32 বছরে পা দিতে চলেছেন ভিকি কৌশল । এই লকডাউনে কীভাবে জন্মদিন সেলিব্রেট করবেন অভিনেতা ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন ভিকি ।

বললেন, "আমি কোনওদিন এরকম পরিস্থিতির কথা ভাবিনি, যেখানে সবকিছু এমন থমকে যাবে । লকডাউনে জন্মদিন তো দূরের কথা, লকডাউনের কথাই আমি কোনওদিন ভাবিনি ।"

তবে লকডাউনের ফলে সেই শৈশবের দিনগুলোর কথা মনে পড়ছে ভিকির । বললেন, "ছোটোবেলায় কোনও ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ছবি পোস্ট করার চাপ ছিল না । শুধু বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোটাই মুখ্য ছিল । সেই দিনগুলো খুব স্পেশাল ছিল ।"

বাড়িবন্দী..

তবে লকডাউনে একেবারেই দমবন্ধ লাগছে না ভিকির । বরং নিজের বাড়িতে সুরক্ষিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন । যাঁরা বাড়ি থেকে অনেক দূরে বা যাঁদের বাড়িই নেই তাদের কি অবস্থা ! ভেবেই শিউরে উঠলেন অভিনেতা ।

ভিকিকে পরবর্তী 'তখত' আর সর্দার উদাম সিং-এর বায়োপিকে দেখতে পাওয়ার কথা ছিল । তবে কোরোনার থাবায় এখন পুরোটাই অনিশ্চিত ।

ABOUT THE AUTHOR

...view details