পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ভেদিয়া'-তে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি ? - Varun Dhawan Bhediya

পরিচালক অমর কৌশিকের আপকামিং ছবি 'ভেদিয়া'-তে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ানকে ।

asd
asd

By

Published : Nov 2, 2020, 8:04 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে নাকি ফের কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ান । পরিচালক অমর কৌশিকের আপকামিং ছবি 'ভেদিয়া'-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

এর আগে 'দিলওয়ালে' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কৃতি ও বরুণ । সেখানে শাহরুখ খান ও কাজলের সঙ্গে সমান তালে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা । যদিও আপকামিং ছবি সম্পর্কে এখনও নির্মাতাদের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি । শোনা যাচ্ছে, 2021 সালের জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হবে ।

এদিকে এর আগে শোনা গিয়েছিল 'ভেদিয়া'-তে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে । কিন্তু, হঠাৎই সেখানে শ্রদ্ধার পরিবর্তে কৃতিকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা । এর কারণ হিসেবে জানা গিয়েছে, দীনেশ বিজন প্রযোজিত আরও একটি ছবিতে অভিনয় করবেন কৃতি । আর 'ভেদিয়া'-র প্রযোজনার দায়িত্বেও রয়েছেন দীনেশ । তাই দীনেশের প্রথম পছন্দই ছিলেন কৃতি । সেই অনুযায়ী এই ছবির মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে তাঁকে ।

তবে শুধু 'দিলওয়ালে'-ই নয় । 'কলঙ্ক' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল কৃতিকে । সেখানে 'আইরা গারিয়া' গানে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণের 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি । অন্যদিকে, লক্ষ্মণ উতেকরের 'মিমি' ছবিতে দেখা যাবে কৃতিকে । সেখানে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details