পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই দিনে বাজবে বিয়ের সানাই, প্রস্তুত নতাশা-বরুণ - বরুণ ধাওয়ানের খবর

শোনা যাচ্ছে, 40 থেকে 50 জন মতো অতিথিকে সঙ্গে জানুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান ও নতাশা দালাল । তারিখও স্থির করা হয়ে গেছে । কবে বলুন তো ?

varun dhawan wedding
varun dhawan wedding

By

Published : Jan 15, 2021, 5:08 PM IST

মুম্বই : বরুণ ধাওয়ান ও নতাশা দালাল অনেকদিনের বন্ধু । তাঁদের প্রেম বহু বছরের । তবে বিয়ে কবে করবেন এই নিয়ে জল্পনার শেষ ছিল না । অবশেষে জানা গেল তারিখ । এই জানুয়ারির 24 তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ-নতাশা ।

শোনা যাচ্ছে, 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান । তবে লোকজন খুবই সিলেক্টিভ । চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি বাড়বে না অতিথির সংখ্যা ।

আলিবাগে ইতিমধ্যে বুক করা হয়েছে রিসর্ট । দুই পরিবারের আমন্ত্রিতরা একই সঙ্গে সেই রিসর্টে থাকবেন এই কয়েকদিন, শোনা যাচ্ছে এমনই । তবে এখনও অবধি কোনও অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি ধাওয়ান পরিবারের তরফ থেকে ।

নতাশা নাকি নিজের পোশাক নিজেই ডিজ়াইন করবেন । আর বরুণকে কী সাজে দেখা যাবে ? অপেক্ষায় তাঁর কোটি কোটি ফ্যানেরা ।

ABOUT THE AUTHOR

...view details