মুম্বই : 'ট্রিপল এক্স-টু' নিয়ে অনেকদিন ধরেই চলছে বিতর্ক । এই সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে প্রথমে মুম্বইয়ের খার থানায় ও পরে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয় । এছাড়া এই সিরিজ়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের সাধুদের একটি সংগঠনও । আর এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে মন্তব্য করলেন একতা নিজেই ।
একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে একতা বলেন, "একজন ব্যক্তি এবং একটি সংগঠন হিসেবে আমরা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করি । দেশের সুরক্ষার্থে তাঁদের অবদান অপরিসীম । সিরিজ়ের জন্য যদি সেনাবাহিনীর তরফে ক্ষমা চাওয়ার কথা বলা হয় তাহলে আমি তাঁদের কাছে অবশ্যই ক্ষমা চাইব । কিন্তু, আমার সবথেকে খারাপ লাগে সাইবার হুমকিগুলোকে । সেগুলোর সামনে আমি কখনওই মাথা নত করব না ।"
কয়েকদিন আগে ডিজিটালে মুক্তি পায় একতার এই সিরিজ় । সেনা জওয়ানদের জীবনকে তুলে ধরা হয়েছে সেখানে । তাঁরা কাজে চলে যাওয়ার পর কীভাবে দিন কাটে তাঁদের বাড়ির সদস্যদের তাও দেখানো হচ্ছে সিরিজ়ে । আর সেখানেই উঠেছে বিতর্ক । সিরিজ়ের একটি গল্পের নাম 'পেয়ার অউর প্লাস্টিক'। সেখানে এক ভারতীয় জওয়ান সীমান্তে ডিউটিতে গিয়েছেন । আর সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন । অন্তরঙ্গ মুহূর্তের সময় ছিড়ে দেন জওয়ানের উর্দিও ।