পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়ার বয়ানে বি-টাউনের তিন সদস্য, NCB-র ব়্যাডারে জনপ্রিয় দুই অভিনেত্রী - সারা আলি খানের খবর

NCB-কে দেওয়া বয়ানে রিয়া চক্রবর্তী 25 জন বলিউড ব্যক্তিত্বদের নাম নেন । তার মধ্যে দু'জন জনপ্রিয় অভিনেত্রী এবং একজন মহিলা ফ্যাশন ডিজ়াইনারও রয়েছেন । শোনা যাচ্ছে যে, এখন NCB-র ব়্যাডারে এই তিন প্রভাবশালী ।

rhea chakrabarty took name of bollywood personality
rhea chakrabarty took name of bollywood personality

By

Published : Sep 12, 2020, 12:45 PM IST

মুম্বই : নারকোটিক্স কন্ট্রোল বিওরো অর্থাৎ NCB গ্রেপ্তার করেছে রিয়া চক্রবর্তীকে । লাগাতার চলছে জিজ্ঞাসাবাদ । বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য, মুখোশ খুলছে বলিউডের ড্রাগ চক্রের । শোনা যাচ্ছে যে, রিয়ার বয়ানে 25 জন বলিউড ব্যক্তিত্বের নাম উঠে এসেছে । তার মধ্যে দু'জন জনপ্রিয় অভিনেত্রী এবং একজন স্বনামধন্য মহিলা ফ্যাশন ডিজ়াইনারও রয়েছেন ।

রিয়া বলেন যে, এই তিনজনের সঙ্গে বসেই মাদক সেবন করতেন তিনি । সঙ্গে সুশান্ত সিং রাজপুতও থাকতেন । তিনি এমনও বলেন যে, দুয়ের মধ্যে একজন অভিনেত্রী নাকি সুশান্তের হিরোইন ছিলেন একটি ফিল্মে ।

অন্য একটি রিপোর্ট আবার বলছে, রিয়া এক প্রযোজকেরও নাম নিয়েছেন । ইনি সেই প্রযোজক যাঁর বিরুদ্ধে অনেকদিন ধরেই 'নেপোটিজ়ম'-কে প্রোমোট করার অভিযোগ রয়েছে । বলিউডের নাকি 80 শতাংশ তারকাই মাদক সেবন করেন, শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, পরিচালক ও প্রযোজকরাও রয়েছেন রিয়ার অভিযোগের তালিকায় ।

ভাইয়ের সঙ্গে রিয়া

গতকাল অর্থাৎ 11 সেপ্টেম্বর মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়া এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করা হয়েছে । তারা এবার জামিনের আবেদন জানিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে শোনা যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details