লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে 'তনহাজি :...'-কে করমুক্ত করল আদিত্যনাথের সরকার । মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন ।
এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় । অজয় ছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সইফ আলি খান । রয়েছেন কাজলও ।
সরকারী মুখপাত্র জানান, "ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে ।"