পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উত্তরপ্রদেশে করমুক্ত 'তনহাজি', অনুরোধ সত্ত্বেও ব্রাত্য 'ছপাক' - Tanhaji vs Chhapaak

উত্তরপ্রদেশে করমুক্ত করা হল 'তনহাজি :...'-কে । তবে অনেক অনুরোধ সত্ত্বেও 'ছপাক'-কে করমুক্ত করল না সরকার ।

Tanhaji is tax free in UP
Tanhaji is tax free in UP

By

Published : Jan 14, 2020, 1:15 PM IST

লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে 'তনহাজি :...'-কে করমুক্ত করল আদিত্যনাথের সরকার । মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন ।

এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় । অজয় ছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সইফ আলি খান । রয়েছেন কাজলও ।

সরকারী মুখপাত্র জানান, "ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে ।"

তিনি এটাও বলেন যে, অজয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন 'তনহাজি :...'-কে করমুক্ত করার জন্য ।

তবে মেঘনা গুলজ়ারের ছবি 'ছপাক' এখনও করমুক্ত হয়নি উত্তরপ্রদেশে । যদিও সেখানকার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা সরকারের কাছে করমুক্তির দাবী জানিয়ে চলেছেন অনেকদিন ধরে ।

'তনহাজি :...' অজয়ের ক্যারিয়ারের 100 তম বলিউড ফিল্ম । ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে ।

ABOUT THE AUTHOR

...view details