মুম্বই : আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ শুধুমাত্র বিখ্যাত স্বামীর বিখ্যাত স্ত্রী হয়েই থাকতে চাননি । তিনি বারে বারে প্রমাণ করেছেন তাঁর প্রতিভা, তাঁর জোরালো কল্পনাশক্তি । এই লকডাউনের মাঝে নিজের সেই কল্পনাকে কাজে লাগিয়ে এক ছোটোগল্প লিখলেন তাহিরা, এই গৃহবন্দি অচল অবস্থার একটা সুন্দর দিক ফুটিয়ে তুললেন গল্পে । নাম দিলেন '6 ফুট দূর' ।
শুধু একটা গল্পই নয়, 'দ্য লকডাউন টেলস' নাম দিয়ে ছোটোগল্পের একটা সিরিজ় করবেন তাহিরা । যদিও এমন কিছু করার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না তাঁর, তবুও এমন একটা সময়ে জীবনের পজ়িটিভ দিকগুলোকে ফুটিয়ে তুলতে, মানুষের স্পিরিটটাকে বাঁচিয়ে রাখতে এটুকু তো তিনি করতেই পারেন, জানিয়েছেন তাহিরা ।