মুম্বই : শীতকাল মানেই জলাতঙ্ক । সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল...কিন্তু স্নান করে ওঠা হয় না । সেটাই তো শীতকাল । আর তাহিরা কাশ্যপ এভাবেই শীতকালের মজা নিচ্ছেন ।
সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন তাহিরা । সূর্যের আলো গায়ে মেখে বসে তিনি । নো মেকআপ আর নো ফিল্টার সেই ছবিতে তাহিরার চুল উশকো খুশকো । ক্যানসারের পর তাঁর চুলের নতুন স্টাইল এমনই, কার্লি-উশকো খুশকো ।