পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হিন্দিতে কথা না বলায় ট্রোলের চেষ্টা, ভাইরাল তাপসীর জবাব - টুইট তাপসীর

তাপসী বলেন, "স্যার আমি হিন্দিতে কথা বলতেই পারি । কিন্তু, এখানে উপস্থিত সবাই কি হিন্দি বুঝতে পারবেন ?"

fg

By

Published : Nov 25, 2019, 7:12 PM IST

Updated : Nov 25, 2019, 7:26 PM IST

মুম্বই : প্রকাশ্যে নিজের মত প্রকাশ করতে কখনওই পিছপা হন না তাপসী পান্নু । ট্রোলড হয়েছেন বহুবার । কড়া ভাষায় তার জবাবও দিয়েছেন তিনি । আর এবারও তার অন্যথা হয়নি ।

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার আয়োজন করা হয়েছিল গোয়ায় । সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপসী পান্নু । দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইংরেজিতে কথা বলছিলেন তিনি । একজন তাঁকে থামিয়ে হিন্দিতে কথা বলতে বলেন । তাঁর উত্তরে তাপসী বলেন, "স্যার আমি হিন্দিতে কথা বলতেই পারি । কিন্তু, এখানে উপস্থিত সবাই কি হিন্দি বুঝতে পারবেন ?" এরপর ওই ব্যক্তি বলেন, "আপনি তো হিন্দি অভিনেত্রী । তাহলে হিন্দিতে কেন বলবেন না ?" তখন মজা করে তাপসী বলেন, "আমি দক্ষিণী অভিনেত্রীও । তাহলে তামিল ও তেলুগুতেও কথা বলি ?" তাঁর এই কথা শুনে আনন্দে ফেটে পড়েন দর্শকরা । ওই ভিডিয়োটি শেয়ার করা হয় সোশাল মিডিয়ায় । ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিয়ো ।

এরপর এক নেটিজ়েন টুইট করে তাপসী পান্নুকে ভিডিয়োর জবাব দেন । আসলে তাঁকে ট্রোল করার চেষ্টা করে লেখেন, "কারণ হিন্দি এলিট নয় তো"। ওই নেটিজ়েনের মতে হিন্দি এলিট ভাষা নয় । সেই কারণেই তাপসী ইংরেজিতে কথা বলছিলেন । তার উত্তরে টুইট করে তাপসী লেখেন, "এলিট ভাষা নয়, চিন্তা মানুষকে এলিট বানায় ।"

কাজের দিক থেকে 'ষাঁন্ড কি আঁখ' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । সেখানে ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এর আগে 'মিশন মঙ্গল' ছবিতেও কাজ করছেন । বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি ।

Last Updated : Nov 25, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details