মুম্বই : প্রকাশ্যে নিজের মত প্রকাশ করতে কখনওই পিছপা হন না তাপসী পান্নু । ট্রোলড হয়েছেন বহুবার । কড়া ভাষায় তার জবাবও দিয়েছেন তিনি । আর এবারও তার অন্যথা হয়নি ।
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার আয়োজন করা হয়েছিল গোয়ায় । সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপসী পান্নু । দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইংরেজিতে কথা বলছিলেন তিনি । একজন তাঁকে থামিয়ে হিন্দিতে কথা বলতে বলেন । তাঁর উত্তরে তাপসী বলেন, "স্যার আমি হিন্দিতে কথা বলতেই পারি । কিন্তু, এখানে উপস্থিত সবাই কি হিন্দি বুঝতে পারবেন ?" এরপর ওই ব্যক্তি বলেন, "আপনি তো হিন্দি অভিনেত্রী । তাহলে হিন্দিতে কেন বলবেন না ?" তখন মজা করে তাপসী বলেন, "আমি দক্ষিণী অভিনেত্রীও । তাহলে তামিল ও তেলুগুতেও কথা বলি ?" তাঁর এই কথা শুনে আনন্দে ফেটে পড়েন দর্শকরা । ওই ভিডিয়োটি শেয়ার করা হয় সোশাল মিডিয়ায় । ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিয়ো ।