পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার রিয়াকে সমর্থন তাপসীর - sushant case

কয়েকদিন আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মন্তব্য করেছিলেন রিয়া । এরপর সুর নরম করে নেটিজ়েনদের একাংশ তাঁর পাশে দাঁড়ান । পরে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকেও রিয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে । তার মধ্যে রয়েছেন সোনম কাপুর, তাপসী পান্নু, রাম গোপাল ভর্মা সহ আরও অনেকেই ।

asd
asd

By

Published : Aug 31, 2020, 1:54 PM IST

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । এদিকে এই ঘটনায় একাধিকবার সামনে আসে রিয়া চক্রবর্তীর নাম । বার বার কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে । সোশাল মিডিয়াতে খুন ও ধর্ষণের হুমকিও পান তিনি । আর আগুনে ঘি ঢালার কাজ করে সুশান্তের বাবার FIR । এরপর আরও বেশি করে সোশাল মিডিয়ায় হেনস্থার মুখে পড়েন তিনি ।

এতদিন কোনও মন্তব্য না করলেও গত সপ্তাহেই প্রথম নীরবতা ভাঙেন রিয়া । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মন্তব্য করেন তিনি । এরপর সুর নরম করে নেটিজ়েনদের একাংশ পাশে দাঁড়ান রিয়ার । আর এবার রিয়ার পাশে দাঁড়ালেন তাপসী পান্নু ।

তাপসী পান্নু সোশাল মিডিয়ায় লেখেন, "আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না । রিয়াকেও ব্যক্তিগতভাবে চিনি না । আমি শুধু এটা জানি যে বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে কোনও মানুষকে দোষীসাব্যস্ত করা খুবই ভুল বিষয় । যেখানে তাঁর দোষ এখনও পর্যন্ত প্রমাণ হয়নি । নিজের মানসিক শান্তির জন্য বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখুন ।"

এর আগে রিয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । তার মধ্যে রয়েছেন সোনম কাপুর, রাম গোপাল ভর্মা, হনসল মেহতা সহ আরও অনেকেই । সোনম কাপুর লেখেন, "কারও মৃত্যুর জন্য প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা ও সহকর্মীদের দোষ দেওয়া নোংরা মনের পরিচয় দেয় । নিজেদের অজ্ঞতা প্রমাণ করে ।"

রাম গোপাল ভর্মা বলেন, "মিডিয়া এবার রিয়ার সাক্ষাৎকার নিয়ে গল্প বানানো বন্ধ করুক ।"

হনশল মেহতা বলেন, "মিডিয়া যেভাবে অযথা রিয়াকে হেনস্থা করছে এখন ও যদি কিছু করে বসে তার দায় কে নেবে ?"

স্বরা ভাস্কর বলেন, "জনতা আর মিডিয়া মিলে রিয়াকে আজমল কাসভের থেকেও খারাপ বানিয়ে ফেলেছে । ভারতীয় জনসাধারণ এবং মিডিয়ার জন্যই রিয়াকে এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে । মনে হচ্ছে মিডিয়াই যেন এই মৃত্যুর তদন্ত করছে ।"

ABOUT THE AUTHOR

...view details