মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । বাদ যাচ্ছেন না তারকারাও । হোম কোয়ারানটিনে রয়েছেন তাঁরা । এদিকে গ্রীষ্মকাল হওয়ায় রোদের তীব্রতাও খুবই বেশি । আর বাড়িতে গরমকে কাবু করতে একমাত্র ভরসা AC । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে সেটাই যদি বিগড়ে যায় তাহলে খুবই সমস্যা । সম্প্রতি এই সমস্যায় পড়েছিলেন তাপসী পান্নু । যদিও ঘরোয়া উপায়ে পরিস্থিতি সামাল দেন তিনি ।
বাইরের আবহাওয়া এখন খুবই গরম । এদিকে লকডাউনের জেরে বন্ধ শুটিং । ফলে হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতেই দিন কাটাচ্ছেন তাঁরা । তবে বাড়ির মধ্যে গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা AC । এদিকে গরমের মধ্যে বিগড়ে যায় তাপসীর AC । আর লকডাউনের মধ্যে সারাইকর্মীদের পাওয়া একেবারেই সম্ভব নয় । তাই নিজেই মাথা খাটিয়ে ঘরোয়া উপায়ে মুশকিল আসান করলেন তাপসী ।