পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারত-পাকিস্তানকে নিয়ে রেসিস্ট মন্তব্য় কমেডিয়ানের, উচিত জবাব স্বরার - racist remarks

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। তার মধ্য়েই এই পরিস্থিতিকে নিয়ে হাস্য়কর মন্তব্য় করলেন একটি জনপ্রিয় কমেডি শোয়ের এক সঞ্চালক। আর তাতেই বেজায় খেপেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শুধু তাই নয়, তাঁকে মোক্ষম জবাব দিতেও ছাড়েননি অভিনেত্রী।

swara bhaskar

By

Published : Mar 2, 2019, 9:37 AM IST

উক্ত কমেডি শোয়ের সঞ্চালক কমেডিয়ান ট্রেভর নোয়াহ মজার ছলে বলেন, "আমার মনে হয় ভারত ও পাকিস্তান যুদ্ধে নামবে না। আর যদি নামত তবে, সেটি বিশ্বের সবথেকে বেশি এন্টারটেনিং যুদ্ধ হত।" কীভাবে ভারতীয়রা ফিল্মি কায়দায় যুদ্ধ করবে তাও মজা করে দেখান তিনি। তাঁর মতে, "এটা হবে আরও একটি ডান্স নাম্বার।"

স্বাভাবিকভাবেই এই সঞ্চালকের এইধরনের রেসিস্ট মন্তব্য়ে রেগে গেছেন স্বরা। উচিত জবাবও দিয়েছেন ওই সঞ্চালককে। তিনি লেখেন, "যুদ্ধ কোনও মজার জিনিস নয়। অনেক মানুষকে প্রাণ হারাতে হয় এই যুদ্ধের কারণে। আর হিন্দি কোনও অর্থহীন ভাষা নয়।"

এর আগেও পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক IAF পাইলট অভিনন্দন বর্তমানকে অপমান করেন। তাঁকেও ছেড়ে কথা বলেননি স্বরা। এবারেও তাঁর ব্য়তিক্রম হল না।

ABOUT THE AUTHOR

...view details