মুম্বই : আগামীকাল থেকে খুলছে সিনেমা হলের দরজা । ফের একবার হলে মুক্তি পেতে চলেছে একাধিক পুরোনো ছবি । সেই তালিকায় রয়েছে সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান অভিনীত 'কেদারনাথ'। যদিও ছবি নির্মাতাদের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন সুশান্ত অনুরাগীদের একাংশ । তাঁদের মতে, সুশান্তের আবেগকে কাজে লাগিয়ে ফের এই ছবির মাধ্যমে আরও টাকা রোজগার করতে চাইছেন নির্মাতারা ।
সিনেমা হল খোলার সঙ্গে সঙ্গে ফের মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদি', তাপসী পান্নু অভিনীত ছবি 'থাপ্পড়', অজয় দেবগনের 'তানাজি' ও সুশান্তের 'কেদারনাথ'। সম্প্রতি এই খবর ঘোষণা করার পরই ছবি নির্মাতাদের উপর চটে যান সুশান্ত অনুরাগীদের একাংশ ।
এ প্রসঙ্গে একজন ইউজ়ার লেখেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর লোভী প্রযোজকরা সেই আবেগকে কাজে লাগিয়ে ওই ছবির মাধ্যমে আরও টাকা রোজগার করতে চাইছে । টাকা রোজগারের একটা ভালো পদ্ধতি । কিন্তু, দর্শকরা এতটা বোকা নন ।"