মুম্বই : সোশাল মিডিয়া এখন আমাদের মস্তিষ্কের আয়না হয়ে উঠেছে । দেশের জনতা কী ভাবছেন, কোন তারকা ট্রেন্ডিং, কোন ফ্যাশন স্টেটমেন্ট ইন, কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি এসব বুঝতে গেলে সোশাল মিডিয়ায় চোখ রাখতে হয় । কারণ এখন সবাই সবকিছু সোশাল মিডিয়ায় শেয়ার করেন ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে নিয়ে মানুষের আবেগ আকাশ ছুঁয়েছে । ছেলেটা কত যন্ত্রণাকে বুকে আঁকড়ে এই পৃথিবী ছেড়েছে সেটা ভেবেই শোকে ডুবছেন দেশবাসী । অর্থ, যশ, সাফল্য পাওয়ার পরও সেদিন সুশান্ত একা একা নিজের জীবনকে শেষ করেছিলেন । তাঁর প্রতি শ্রদ্ধা,ভালোবাসা জানানোর জন্য সোশাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তাঁর অনুরাগীরা ।