মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । এই ঘটনার কয়েকদিন পরই প্রয়াত অভিনেতার গল্পকে নিয়ে ছবি তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন প্রযোজক বিজয় শেখর গুপ্ত । যার নাম 'সুইসাইড অউর মার্ডার'। অন্যদিকে এই একই বিষয় নিয়ে আরও একটি ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক সনোজ শর্মা । আর সেই ছবিতে অভিনয় করার কথা ছিল টিকটিক স্টার সচিন তিওয়ারির । যাঁকে দেখতে একেবারে সুশান্তের মতোই । তাঁকে নিয়েই এবার টানাটানি চলছে দুই প্রযোজনা সংস্থার মধ্যে । তাই ছবি মুক্তির অনেক আগেই এবার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়লেন এই অভিনেতা ।
'শশাঙ্ক' নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক মারুত সিং ও পরিচালক সনোজ শর্মা । বলিউডের নেপোটিজ়মের গল্প তুলে ধরার কথা ছিল এই ছবিতে । আর সেখানে সুশান্তের চরিত্রে অভিনয় করতেন সচিন । প্রযোজক ও পরিচালকের অভিযোগ, ছবির গল্প সচিনকে বলা হয়েছিল । সেই গল্প অন্য প্রযোজককে গিয়ে বলে দিয়েছেন তিনি । এর জন্য অভিনেতাকে আইনি নোটিসও পাঠিয়েছেন তাঁরা ।
এ প্রসঙ্গে মারুত সিং বলেন, "এক মাস হয়ে গেল আমরা সচিনকে আইনি নোটিস পাঠিয়েছি । কিন্তু, তিনি এখনও কোনও জবাব দেননি । এমনকী, আমাদের ফোনও ধরছেন না । আমি জানতে পেরেছি যে ওই ছবির গল্প অন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি ।"