পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Suhana Khan : আরিয়ান জামিন পেতেই আবেগঘন পোস্ট বোন সুহানার - আরিয়ান খান

বাবার 56তম জন্মদিনের ঠিক আগে দাদার জামিন মিলতে আবেগ চেপে রাখতে পারলেন না সুহানা খান ৷ বৃহস্পতিবার রাতে এক আবেগঘন পোস্টে শাহরুখ-কন্যা বুঝিয়ে দিলেন তিনিও এই মুহূর্তের জন্য কতটা অপেক্ষা করছিলেন ৷

Suhana Khan on Aryan Khan bail
আরিয়ানের জামিন মিলতেই সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বোন সুহানা

By

Published : Oct 29, 2021, 11:32 AM IST

মুম্বই, 29 অক্টোবর : 3 থেকে 28 অক্টোবর ৷ বিগত 25 দিন জুহু বিচের সামনের 200 কোটির বাংলোয় যেন পিন পড়লে আওয়াজ শোনা যাচ্ছিল ৷ শাহরুখের 'মন্নত' শেষ কবে এমন নিষ্প্রাণ থেকেছে বলা মুশকিল ৷ প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার হাতে গ্রেফতার ছেলের জামিনের জন্য শাহরুখ যতটুকু তৎপরতা দেখিয়েছেন, তাতে একবারের জন্যেও মনে হয়নি তিনি বিশ্বের অন্যতম সর্বাধিক ধনী চলচ্চিত্রাভিনেতা ৷

আগের কয়েক দফায় ছেলের জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ায় শাহরুখ যে ব্যাপক হতাশাগ্রস্ত ছিলেন, সে প্রশ্ন সন্দেহাতীত ৷ দিনকয়েক আগে আর্থার রোড জেলে আরিয়ানকে দেখতে গিয়ে চোখের জল বাঁধ মানেনি তাঁর ৷ আর দেশে না থেকেও দাদা, বাবা এবং মা'য়ের চিন্তায় ঘুম উড়েছিল শাহরুখ-কন্যা সুহানারও ৷ অবশেষে বাবার 56তম জন্মদিনের ঠিক আগে দাদা জামিন পাওয়ায় আবেগ চেপে রাখতে পারলেন না সুহানা খান ৷ এক আবেগঘন পোস্টে শাহরুখ-কন্যা বুঝিয়ে দিলেন তিনিও এই মুহূর্তের জন্য কতটা অপেক্ষা করছিলেন ৷

আরও পড়ুন :25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

ইনস্টাগ্রামে দাদা-বাবার সঙ্গে ছোটবেলার একাধিক ছবির কোলাজ পোস্ট করে সুহানা লেখেন, "আই লাভ ইউ ৷" জোয়া আখতার, সঞ্জয় কাপুর, সানায়া কাপুরের মত বলি সেলেবদের শাহরুখ-কন্যার সেই পোস্টে লাভ রিঅ্যাক্ট দিতে দেখা যায় ৷

উল্লেখ্য, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং স্পেশাল কোর্টে ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে মাদক মামলায় জামিন পেয়েছেন আরিয়ান খান ৷ জামিন পেয়েছেন আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাও ৷

ABOUT THE AUTHOR

...view details