মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । বাদ যাননি শাহরুখ খানও । দেশজুড়ে অনুদানের পাশাপাশি কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) নিজেদের চারতলা অফিস দিয়েছিলেন তিনি । আর এবার সেই অফিসকেই রূপান্তরিত করা হল 15 শয্যার ICU-তে ।
সূত্রের খবর, গতকাল থেকেই ICU হিসেবে খুলে দেওয়া হয়েছে শাহরুখের অফিসটিকে । এ বছরের এপ্রিলে নিজেদের চারতলা অফিস BMC-কে দিয়েছিলেন তিনি । কিন্তু, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিষেবার অভাবে এতদিন সেটিকে তেমনভাবে ব্যবহার করা যায়নি । শুধুমাত্র আক্রান্তদের আইসোলেশনে রাখা হত সেখানে । তবে এবার কোয়ারানটিন সেন্টার থেকে অফিসটিকে ICU-তে রূপান্তরিত করা হয়েছে । তাই সেখানে যাঁরা আইসোলেশনে ছিলেন তাঁদের অন্যত্র সরানো হয় ।