পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শাহরুখের অফিস এবার 15 শয্যার ICU - SRK office upgraded 15 bed ICU

দেশজুড়ে অনুদানের পাশাপাশি কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) নিজেদের চারতলা অফিস দিয়েছিলেন তিনি । আর এবার সেই অফিসকেই রূপান্তরিত করা হল 15 শয্যার ICU-তে ।

asd
sad

By

Published : Aug 9, 2020, 6:24 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । বাদ যাননি শাহরুখ খানও । দেশজুড়ে অনুদানের পাশাপাশি কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) নিজেদের চারতলা অফিস দিয়েছিলেন তিনি । আর এবার সেই অফিসকেই রূপান্তরিত করা হল 15 শয্যার ICU-তে ।

সূত্রের খবর, গতকাল থেকেই ICU হিসেবে খুলে দেওয়া হয়েছে শাহরুখের অফিসটিকে । এ বছরের এপ্রিলে নিজেদের চারতলা অফিস BMC-কে দিয়েছিলেন তিনি । কিন্তু, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিষেবার অভাবে এতদিন সেটিকে তেমনভাবে ব্যবহার করা যায়নি । শুধুমাত্র আক্রান্তদের আইসোলেশনে রাখা হত সেখানে । তবে এবার কোয়ারানটিন সেন্টার থেকে অফিসটিকে ICU-তে রূপান্তরিত করা হয়েছে । তাই সেখানে যাঁরা আইসোলেশনে ছিলেন তাঁদের অন্যত্র সরানো হয় ।

এছাড়া কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ একাধিক তহবিলে অনুদান দেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

কাজের দিক থেকে শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল 'জ়িরো'-তে । সেখানে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । তারপর থেকে আর কোনও নতুন প্রোজেক্টের ঘোষণা করতে দেখা যায়নি তাঁকে । যদিও তাঁকে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানরা ।

ABOUT THE AUTHOR

...view details