পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মহারাষ্ট্র পুলিশকে ধন্যবাদ জানালেন শাহরুখ - coronavirus

সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের লোগো পোস্ট করে একটি টুইট করেন শাহরুখ । লেখেন, "আমি মহারাষ্ট্র পুলিশের পাশে আছি । এই কঠিন পরিস্থিতির মধ্যে যে তাঁরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তার জন্য মুম্বইয়ের পুলিশকর্মীদের ও স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে ধন্যবাদ জানাই ।"

sda
asd

By

Published : May 11, 2020, 9:52 AM IST

মুম্বই : গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । কোরোনা মোকাবিলায় নিজের জীবনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত কাজ করে চলেছে মহারাষ্ট্র পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা । আর তাই এবার মহারাষ্ট্র পুলিশকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান ।

সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের লোগো পোস্ট করে একটি টুইট করেন শাহরুখ । সেখানে তিনি লেখেন, "আমি মহারাষ্ট্র পুলিশের পাশে আছি । এই কঠিন পরিস্থিতির মধ্যে যে তাঁরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তার জন্য মুম্বইয়ের পুলিশকর্মীদের ও স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে ধন্যবাদ জানাই ।"

এছাড়া চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শাহরুখ লেখেন, "নিজের জীবনের তোয়াক্কা না করে কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গ যুক্তরা । তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ ।"

কয়েকমাস আগেই দেশে থাবা বসায় কোরোনা । সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা । এর মধ্যে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ, একাধিক অফিস ও দোকান । কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন শাহরুখও ।

কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) নিজেদের চারতলা অফিস দিয়েছিলেন শাহরুখ খান । ইতিমধ্যে সেখানে কোয়ারেন্টাইন সেন্টারও গড়ে তোলা হয়েছে ।

তবে এখানেই শেষ নয় । কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

ABOUT THE AUTHOR

...view details