মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি হয় লকডাউন । যার কারণে বিভিন্ন জায়গাতেই আটকে পড়েন অনেকেই । একইভাবে কিরগিজ়স্তানে আটকে রয়েছেন প্রায় 3 হাজার ভারতীয় পড়ুয়া । তাঁদের মধ্যে 20জনের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় । আর এবার তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র । 22 জুলাই বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হবে বলে টুইটে জানান সোনু ।
14 জুলাই কুণাল সরঙ্গির কাছে একটি ভিডিয়ো বার্তা পাঠান কিরগিজ়স্তানে আটকে থাকা এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের (AMI) এক পড়ুয়া । এরপর সেই ভিডিয়ো বার্তা নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল । সেখানে বিদেশ মন্ত্রক ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ট্যাগ করেন তিনি । এ প্রসঙ্গে কুণাল বলেন, "সোনুর সাহায্য ছাড়া কিরগিজ়স্তানে আটকে থাকা পড়ুয়াদের ফেরানোর পরিকল্পনা করা সম্ভব হত না । ওই ভিডিয়ো বার্তা থেকেই যাদব নামে এক পড়ুয়ার নম্বর পাই । তাঁর মাধ্যমেই বাকিদের সঙ্গে যোগাযোগ করা হয় ।"