মুম্বই : আরব সাগরের বুকে গোধূলি যাপন করলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও পরিচালক শকুন বতরা । চলছিল তাঁদের পরবর্তী ছবির শুটিং । তারই মাঝে একটু ব্যক্তিগত সময় খুঁজে নিলেন সবাই ।
আজ সকালেই মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় দেখা গেছিল সিদ্ধান্ত ও দীপিকাকে । প্রাইভেট বোটে চেপে তাঁরা পাড়ি দিয়েছিলেন সমুদ্রে । আর সেই সমুদ্রের বুকেই নেমে এল গোধূলি । একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করলেন অভিনেতা-অভিনেত্রী ।