পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমি যত হিট দিতে চাই, দিতে পারি না : শাহরুখ - রাইজ়িং স্টার শাহরুখ

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে 'এক্সেলেন্স ইন সিনেমা' অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ। তবে পুরস্কারের মঞ্চ থেকে অভিনেতার আক্ষেপ যে, "আমি যত হিট দিতে চাই, দিতে পারি না"

শাহরুখ খান

By

Published : Aug 9, 2019, 9:57 AM IST

Updated : Aug 9, 2019, 10:50 AM IST

মেলবোর্ন : 2007 সালে 'চক দে ইন্ডিয়া'-র শুটিং করতে মেলবোর্ন এসেছিলেন। শহরটা তাঁর খুবই প্রিয়। সেই কথার রেশ ধরেই শাহরুখ বললেন...

"অনেক বছর আগে ২০০৬-২০০৭ সালে, আমি যখন এখানে এসেছিলাম, তখন আমি একজন উঠতি সুপারস্টার ছিলাম, একের পর এক হিট দিয়ে যাচ্ছিলাম। আর এত বছর পর আমি আবারও এখানে, এখনও একজন উঠতি সুপারস্টারের মতোই, তবে যত হিট দিতে চাই, দিতে পারি না।"

2013 সালে 'চেন্নাই এক্সপ্রেস'-এর পর শাহরুখের ঝুলিতে আর সেরকম কোনও হিট ছবি নেই। 'জব হ্যারি মেট সেজল' ও 'জ়িরো' তো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তার পর থেকেই শাহরুখ একটা বিরতি নিয়েছেন অভিনয় থেকে। ভেবেচিন্তে উপযুক্ত স্ক্রিপ্টটা বেছে নেওয়ার পরই তিনি নতুন ছবিতে সম্মতি দেবেন।

মেলবোর্নের এই ফেস্টিভালে উপস্থিত ছিলেন করণ জোহর,তাব্বু, জ়োয়া আখতার, রিমা দাস,শ্রীরাম রাঘবনের মতো ব্য়ক্তিত্বরা। ৮ অগাস্ট থেকে শুরু হয়েছে এই ফেস্টিভাল। চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। ভারতবর্ষ জুড়ে ২২ টা ভাষার ৬০ টি ছবি দেখানো হবে এই ফেস্টিভালে।

Last Updated : Aug 9, 2019, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details