মুম্বই : মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে দারুণ ফোটোশুট করলেন সারা আলি খান । মা-মেয়ের ঘন নীল পোশাক আর ছেলের হালকা রঙের জমকালো পোশাকে তোলা রাজকীয় ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।
তারকা হয়ে গেলেও সারা তাঁর পরিবারের সঙ্গে ভীষণভাবে যুক্ত । তিনি মায়ের যতটা কাছের, ভাইয়ের সঙ্গে ততটাই ঘনিষ্ঠ । মাঝেমধ্যেই ইব্রাহিমের সঙ্গে খুনসুঁটি ভরা মুহূর্ত ভাগ করে নেন সারা ।
এই ফোটোশুটেও রাজকীয়তার সঙ্গে সেই স্বভাবসিদ্ধ খুনসুঁটি জায়গা করে নিয়েছে । একটি ছবিতে ভাই ইব্রাহিমের কাছাকাছি দাঁড়িয়ে অমৃতা । সেই দেখে মেয়ের মুখ ভার । মাকে নিয়ে তিনি যে কতটা পজ়েসিভ তা বোঝাই যায় এই ছবিতে ।