মুম্বই : কোরোনা ভাইরাস অনেক আগেই থাবা বসিয়েছে ইট্যালিতে । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 400 । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনায় আক্রান্তর সংখ্যাটাও । যা নিয়ে রীতিমতো চিন্তিত সইফ আলি খান ও করিনা কাপুর খান । খুব তাড়াতাড়ি যাতে ইট্যালির পরিস্থিতি স্বাভাবিক হয় তার জন্য প্রার্থনা করেছেন তাঁরা ।
এক সময় সইফের সঙ্গে ইট্যালিতে ঘুরতে যান করিনা । সেখানে ঘুরতে যাওয়ার পুরোনো একটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি । ক্যাপশনে লেখেন, "ইট্যালি অনেক ভালোবাসা...ইট্যালিবাসীর জন্য প্রার্থনা করছি ।"
সম্প্রতি, কোরোনা ভাইরাসকে চাইনিজ় ভাইরাস বলে উল্লেখ করেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বর্তমানে চিনে মৃতের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ নভেল কোরোনা ভাইরাসে বিশ্বে সর্বাধিক আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে চিন ৷ তারপরই রয়েছে ইট্যালি, ইরান ও স্পেন ৷